ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ছাত্র ফ্রন্টের

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৪৮, এপ্রিল ৬, ২০১৭
অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ছাত্র ফ্রন্টের অর্থমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ ছাত্র ফ্রন্টের

ঢাকা বিশ্ববিদ্যালয়: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়সহ সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচগুণ বেতন বৃদ্ধি নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

বৃহস্পতিবার (০৬ এপ্রিল) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এক সমাবেশের মাধ্যমে তারা এ প্রতিবাদ জানায়।

সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন প্রিন্সের সঞ্চলনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি ইমরান হাবিব রুমন।

ইমরান হাবিব রুমন বলেন, ‘অর্থমন্ত্রীর দেওয়া বেতন বৃদ্ধির ঘোষণা ছাত্র ফ্রন্ট প্রত্যাখ্যান করছে। আমরা এটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম। অর্থমন্ত্রী কিভাবে এটি বাস্তবায়ন করেন, দেখবো। দুর্বার আন্দোলনের মাধ্যমে এমন সিদ্ধান্ত প্রতিহত করা হবে’।

এ সময় তিনি অর্থমন্ত্রীর পদত্যাগও দাবি করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০১৭
এসকেবি/জিপি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ