ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

তৃণমূল থেকে জাসদকে সুসংগঠিত করা হচ্ছে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৭
তৃণমূল থেকে জাসদকে সুসংগঠিত করা হচ্ছে বক্তব্য দিচ্ছেন সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: তৃণমূল থেকে জাসদকে সুসংগঠিত করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু।

মঙ্গলবার (০৭ নভেম্বর) বিকেলে ফুলবাড়ীয়া উপজেলার ৫ নং দেওখোলা ইউনিয়ন ১ নং ওয়ার্ড জাসদের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

সৈয়দ শফিকুল ইসলাম বলেন, ‌'তৃণমূলের নেতাকর্মীরা হচ্ছেন দলের প্রাণশক্তি।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই তৃণমূলে দলকে সুসংগঠিত করা হচ্ছে।

ময়মনসিংহ-৬ ফুলবাড়িয়া আসনের কাঙ্খিত উন্নয়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে আহ্বান জানান তিনি।

স্থানীয় ইউপি সদস্য সাহেব আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক শামসুল আলম খান, ইব্রাহীম খলিল মাস্টার, ফজলুল হক মাস্টার ও নুর মোহাম্মদ নুরু মেম্বার।

পরে জাহিদুল ইসলাম মাহবুবকে সভাপতি, আবুল কালামকে সাধারণ সম্পাদক ও মো. রাসেল মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট জাসদের ওয়ার্ড কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ