ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

নাজুক হয়ে পড়েছে পরিস্থিতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
নাজুক হয়ে পড়েছে পরিস্থিতি আলোচনা সভা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, ছবি: বাংলানিউজ

খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, অনেক প্রতিবন্ধকতা পেরিয়ে একটি মডেল রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে এদেশের মানুষ বাংলাদেশকে স্বাধীন করেছিল। অথচ আজ বাংলাদেশের পরিবেশ অনেক বেশি নাজুক হয়ে পড়েছে।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে মাওলানা সৈয়দ ফজলুল করীম, পীর সাহেব চরমোনাই (রহ.)-এর জীবন ও কর্ম: আমাদের শিক্ষা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহানগরীর হোটেল রয়্যাল ইন্টারন্যাশনালে ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগরের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

তিনি অভিযোগ করে বলেন, খুন, গুম, চাঁদাবাজি, ইভটিজিং, ধর্ষণ, নেশাসহ সবরকম অন্যায় ও নেতিবাচক কাজ ছড়িয়ে পড়েছে সমাজে। যার মূল হোতা বা মদদদাতা হলো অনেক রাজনৈতিক নেতা।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আলহাজ ডা. মোখতার হোসাইন, নায়েবে আমীর হাফেজ মাওলানা অধ্যক্ষ আব্দুল আউয়াল, পীর সাহেব চরমোনাই (রহ.)-এর খলিফা অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ, জামিয়া ইসলামীয়া আরাবিয়া দারুল উলুম খুলনার মুহ্তামিম হাফেজ মাওলানা মুফতী মুশতাক আহমেদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ মাওলানা মুজ্জাম্মিল হক, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল মামুন, খুলনা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আ খ ম জাকারিয়া, এমদাদুল উলুম রশিদিয়া মাদরাসার মুহ্তামিম মাওলানা মুফতী গোলামুর রহমান, মাদানী নগর মাদ্রাসার মুহ্তামিম মাওলানা এমদাদুল্লাহ কাসেমী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মাদ দ্বীন ইসলাম।

ইসলামী যুব আন্দোলন খুলনা মহানগর সভাপতি মুহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও  সাধারণ সম্পাদক মো. ইমরান হোসেন মিয়ার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সহ-সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, শেখ নাসির উদ্দিন, মহানগর সেক্রেটারি মুফতি আমান উল্লাহ, জেলা সেক্রেটারি শেখ হাসান ওবায়দুল করিম, শ্রমিক নেতা আলহাজ জাহিদুল ইসলাম, শিক্ষক ফোরাম সভাপতি মুফতি রবিউল ইসলাম রাফে, যুব আন্দোলন নগর সহ-সভাপতি আলহাজ আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হক তানভীর, সাংগঠনিক সম্পাদক এইচ এম জুনাইদ মাহমুদ, দফতর সম্পাদক মো. আব্দুর রশিদ, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুর রহমান মিয়াজী, প্রচার সম্পাদক গাজী মো. ফেরদৌস হোসেন, প্রকাশনা সম্পাদক মো. মেহেদী হাসান প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৭
এমআরএম/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ