ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৭, সেপ্টেম্বর ১, ২০১৮
নোয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় অভিযান চালিয়ে জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা সায়েদ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (০১ সেপ্টেম্বর) সকালে পৌরসভার বানুয়াই গ্রামের নাদু কেরানিবাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। মাওলানা সায়েদ আহমদ জয়াগ রশিদিয়া সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম উদ্দিন বাংলানিউজকে জানান, চলতি বছরের মার্চ মাসে সোনাইমুড়ী বাজারে জামায়াত ও বিএনপি জড়ো হয়ে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ