ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

বরিশালে জামায়াতের ৬ নেতাকর্মী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৩, অক্টোবর ২৭, ২০১৮
বরিশালে জামায়াতের ৬ নেতাকর্মী আটক আটক ব্যক্তিরা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালে জামায়াতের জেলা আমিরসহ ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার ( ২৬ অক্টোবর ) বিকেলে নগরীর নবগ্রাম রোড এলাকার সিকদার প্যালেসের বরিশাল মডেল মহিলা মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়।

আটক ছয়জন হলেন, ভোলা জেলা জামায়াতের আমির ফজলুল করিম (৬৩), ঝালকাঠী পৌর জামায়াতের আমির আব্দুল হাই (৫৫), গৌরনদী পৌরসভা জামায়াতের সাবেক আমির মওলানা কামরুল ইসলাম খান (৬৩),  সাতক্ষীরার শ্যামনগরের খলিলুর রহমান তরফদার (৪৬), বরিশাল মডেল মহিলা মাদ্রাসার শিক্ষক ঝালকাঠি জেলার ২নং বিণয়কাঠী ইউনিয়নের মাহবুব আলম (৩৮) ও শিক্ষক মাধবপাশার কেরামত আলী (৬৫) ।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম বাংলানিউজকে জানান, নাশকতা চালানোর পরিকল্পনায় ওই মাদ্রাসায় গোপন বৈঠকে বসেন বিভিন্ন জেলা, পৌরসভার জামায়াত নেতারা। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৈঠকে উপস্থিত থাকা ৬ জনকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৮
এমএস/এপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ