ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

নাজমুল হুদার দল নিবন্ধনে হাইকোর্টের নির্দেশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, নভেম্বর ৪, ২০১৮
নাজমুল হুদার দল নিবন্ধনে হাইকোর্টের নির্দেশ ব্যারিস্টার নাজমুল হুদা (ফাইল ফটো)

ঢাকা: রাজনৈতিক দল হিসেবে ব্যারিস্টার নাজমুল হুদার নেতৃত্বাধীন দল ‘তৃণমূল বিএনপি’কে নিবন্ধনে রায় দিয়েছেন হাইকোর্ট।

রোববার (০৪ নভেম্বর) এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে রায় দিয়েছেন বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ারদীর হাইকোর্ট বেঞ্চ।

এর আগে ১৪ আগস্ট তৃণমূল বিএনপিকে কেন নিবন্ধন দেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার নাজমুল হুদা নিজেই। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

রুলে বিবাদী ছিলেন- প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, সহকারী সচিবসহ সংশ্লিষ্টরা।

গত ১৪ জুন তৃণমূল বিএনপির নিবন্ধন না করার সিদ্ধান্ত সম্বলিত একটি নোটিশ পাঠায় নির্বাচন কমিশন। ওই নোটিশটি চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৮
ইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ