ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৮
বিকেলে জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় উদ্বোধন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা।

ঢাকা: জাতীয় ঐক্যফ্রন্টের নতুন কার্যালয় বুধবার (৫ ডিসেম্বর) বিকেলে উদ্বোধন করা হবে।

বিকেল ৩টায় রাজধানীর ৩৭/২ পুরানা পল্টন জামান টাওয়ারের চতুর্থ তলার এই কার্যালয়ের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন গণফোরামের মিডিয়া উইংয়ের সদস্য লতিফুল বারী হামীম।

তিনি জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঐক্যফ্রন্টের সব ধরনের কার্যক্রম বুধবার থেকে নতুন কার্যালয় থেকে পরিচালিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা।

এর আগে গত শনিবার (১ ডিসেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে নতুন কার্যালয়ের কথা জানান ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

গত ১৩ অক্টোবর জাতীয়  ঐক্যফ্রন্ট গঠিত হওয়ার পর থেকে রাজধানীর মতিঝিলের আরামবাগের গণফোরামের কার্যালয়টি অস্থায়ী কার্যালয় হিসেবে ব্যবহার করছিল ঐক্যফ্রন্ট।

বাংলাদেশ সময়: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৮
টিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ