ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

বিকেলে গণমাধ্যমে কথা বলবেন ড. কামাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
বিকেলে গণমাধ্যমে কথা বলবেন ড. কামাল

ঢাকা: শুক্রবার (১৪ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন জাতীয় ঐক্যফ্রন্টের অাহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। 

মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে বের হওয়ার সময় নিজের গাড়িবহরে হামলা হওয়ার বিষয়ে বিকেল ৩টায় রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এ ব্রিফ করবেন কামাল। গণফোরামের মিডিয়া সমন্বয়ক লতিফুল বারী হামীম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

 

তিনি বলেন, শুক্রবার সকালে ড. কামাল হোসেনের গাড়িবহরে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় তার গাড়ি খুব বেশি ক্ষতিগ্রস্ত না হলেও বহরের পেছনে থাকা ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, জগলুল হায়দার আফ্রিক, ঢাকা-১৪ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী সিদ্দিক সাজুর গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ১০-১২ জন আহত হন। এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা।  

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৮
টিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ