ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

রাজনৈতিক চুক্তির দাবিতে জাসদের ধারাবাহিক কর্মসূচি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
রাজনৈতিক চুক্তির দাবিতে জাসদের ধারাবাহিক কর্মসূচি জাসদের লোগো

ঢাকা: সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে জাসদের কেন্দ্রীয় দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

জাসদের ধারাবাহিক কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২০ এবং ২১ সেপ্টেম্বর দেশের সব জেলা সদরে কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে কর্মী সভা করা।

২৪ সেপ্টেম্বর আইনশৃংখলা পরিস্থিতি উন্নয়নের দাবিতে জেলা পুলিশ সুপার (এসপি), স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবিতে সিভিল সার্জন এবং ভূমি অফিসের অব্যবস্থাপনা, দুর্নীতি, হয়রানি বন্ধের দাবিতে জেলা রেজিস্টারের কাছে স্মারকলিপি দেওয়া।  

২৫ থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সুশাসনের দাবিতে জেলা এবং উপজেলায় প্রচারপত্র বিতরণ।

এছাড়া ৩০ সেপ্টেম্বর সব উপজেলা সদরে মানববন্ধন এবং সহকারী কমিশনারের (ভূমি) কাছে স্মারকলিপি দেওয়া।  

বাংলাদেশ সময়: ০৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরকেআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ