ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

অন্যান্য দল

জাতীয় ঐক্যফ্রন্ট’র জরুরি বৈঠক বুধবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৩, অক্টোবর ১৬, ২০১৯
জাতীয় ঐক্যফ্রন্ট’র জরুরি বৈঠক বুধবার

ঢাকা: আগামী বুধবার (১৬ অক্টোবর) রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট’র জরুরি বৈঠক ডাকা হয়েছে। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু বাংলানিউজকে এ তথ্য জানান।  

মিন্টু বলেন, বুধবার বিকেল ৪ টায় ড. কামাল হোসেনের সভাপতিত্বে মতিঝিলে তার চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক হবে।

এতে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ও করণীয় নিয়ে আলোচনা হবে।  

এছাড়া বৈঠকে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আগামী ১৮ অক্টোবর রাজধানীতে নাগরিক সমাবেশ করার বিষয়েও আলোচনা হবে। এর আগে গত ১৩ অক্টোবর আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের নাগরিক শোকসমাবেশ থেকে ১৮ অক্টোবর নাগরিক শোকসভার কর্মসূচি ঘোষণা করা হয়।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৯
এমএইচ/এইচজে        
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ