ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

৪ দফা দাবি নিয়ে বরিশালে সংবাদ সম্মেলন বাসদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
৪ দফা দাবি নিয়ে বরিশালে সংবাদ সম্মেলন বাসদের বাসদের প্রতীক

বরিশাল: ‘করোনা ঝুঁকিতে বরিশাল, চাই যথাযথ উদ্যাগ’ প্রতিপাদ্যে ৪ দফা দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল শাখা।

মঙ্গলবার (৩১মার্চ) বেলা ১২টায় বাসদের বরিশাল জেলা কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. মনিষা চক্রবর্তী বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে করোনা রোগের পরীক্ষার জন্য ল্যাব চালু করে রোগ নির্ণয়ে দ্রুত ব্যবস্থা, চলমান সংকটে সব শ্রমজীবী ও দুস্থ মানুষের জন্য পর্যাপ্ত রেশনিং নিশ্চিত, শেবাচিম হাসপাতালে কর্মরত সব চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) সরবরাহ ও হাসপাতালের সব নষ্ট আইসিইউ সচল করে শয্যা বাড়িয়ে দক্ষ জনবল নিয়োগ এবং যে কোনো জমায়েত রোধে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি করেন।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, মার্চ ৩১, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ