ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

অন্যান্য দল

এবি পার্টির সদস্য সচিব মনজুর করোনা নেগেটিভ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, জুন ৮, ২০২০
এবি পার্টির সদস্য সচিব মনজুর করোনা নেগেটিভ

ঢাকা: করোনা পরীক্ষায় নতুন গঠন করা রাজনৈতিক দল আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টির) সদস্য সচিব মজিবুর রহমান মনজু ফলাফল নেগেটিভ এসেছে। গত ২৬ মে পরীক্ষায় মজিবুর রহমান মনজুর করোনা পজিটিভ রিপোর্ট আসে।

সোমবার (৮ জুন) দুপুরে মজিবুর রহমান নিজেই বাংলানিউজকে এ তথ্য জানান।

মনজু বলেন, সোমবার করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ পেয়েছি।

৯ জুন আবার পরীক্ষা করতে হবে। ১০ অথবা ১১ জুন চূড়ান্ত ফলাফল পেলে ছাড়পত্র পাবো। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ২৬ মে পরীক্ষায় মজিবুর রহমান মনজুর করোনা পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন। বর্তমানে তার শারীরিক অবস্থা ভালো।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জুন ০৮, ২০২০
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ