ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

করোনামুক্ত হলেন এমপি মোকাব্বির খান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, জুলাই ৬, ২০২০
করোনামুক্ত হলেন এমপি মোকাব্বির খান সংসদ সদস্য মোকাব্বির খান

ঢাকা: করোনাভাইরাস জয় করেছেন সিলেট-২ আসনে গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান।

গত ২১ জুন হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ন্যাম ভবনে ১৪ দিন আইসোলেশনে থাকেন। রোববার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ফের নমুনা দিলে সোমবার (৬ জুলাই) তার রিপোর্ট নেগেটিভ আসে।

সংবাদমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন গণফোরাম কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া।

তিনি বলেন, আহ্বায়ক কমিটির সদস্য মোকাব্বির খানের জন্য দোয়া, খোঁজ খবর নেওয়ায় দলের নেতা-কর্মী ও দেশবাসীর কাছে আমরা কৃতজ্ঞ।

গত ১৫ জুন শ্বাসকষ্ট নিয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন মোকাব্বির খান। সেখানে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। হাসপাতালে কয়েক দিন তিনি আইসিইউতে ছিলেন। ২১ জুন অবস্থার উন্নতি হলে ঢাকার ন্যাম ভবনের বাসায় ফিরে ১৪ দিনের আইসোলেশনে থাকেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, জুলাই ০৬, ২০২০
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ