ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

ইশতেহার । সাঈদ জুবেরী

কবিতা / শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, মে ১৪, ২০১৪
ইশতেহার । সাঈদ জুবেরী অলঙ্করণ: বেন্ডা হেইম

১.
ভেসে নয়, সাঁতরে এসেছি

২.
তোমাকে নয়
আমার ভেতরে জন্ম নিতেছ যে
রি র ন্ত র
তাহাকে অবিলাসি
ভা লো বা সি

৩.
ছেড়ে যাবার আগে পুঁতে রেখে যাচ্ছি গ্রেনেড
আর জানি... প্রত্যাবর্তনের কালে
আমিই ছিন্নভিন্ন হবো আমারই ফাঁদে

ভালো থেকো প্রিয়, প্রিয়মুখ আর রিরংসাসকল...

৪.
নিশ্চিত মৃত্যুকে কথা দিচ্ছি—
বিশ্বাস করো আমাদের দেখা হবে
আর অনিশ্চিত জন্মের কাছে
চাইছি— ক্ষমা
আর হে যাপিত জীবন
তোমা হতে উৎসারিত
রোগ-শোক-তাপ
সুখ— সকলকে চুম্বন
এই প্রাণের সবটুকু লবণ
তোমাকে দিলাম

৫.
আর ছুরি বেছে নিয়েছে তোমার হৃৎপিণ্ড
দুই দিকে সমান তার ধার
এদিকে যখন ঘটনা ঘটলো
হয়ে উঠলে তুমিও সমান ধারালো
পূর্বাপরের পর দেখি—
... তোমাদের স্ফুলিঙ্গ
যেন সম্রাট অশোকের তরবারি জেগে উঠে জন্মাচ্ছে
কলিঙ্গ কলিঙ্গ...

৬.
মোরে করো দান তোমাহীনতার ট্রমা

৭.
ঘুরে দাড়ালেই পাল্টে যাচ্ছে ভূমিকা
অথচ ঘটনা সেই আগের প্রবাহে বইছে
আমরা দু’জনা পরস্পরের দিকে
পাল্টে যাচ্ছি ঘুরে দাঁড়ানোর ছলে
ভিন্ন ঘটনা কখনও কি ঘটবেন?

৮.
দৃশ্যরা ফুরিয়ে যায় ক্রমশ।

দৃশ্যরা ফুরিয়ে গেলে
আরো আরো দৃশ্যের জন্ম লয়
যদিও তাহা পুনুরাবৃত্তিময়

১০.
একটা মাছরাঙা দেখে, সৌন্দর্যের ধারণায়
জলের গভীর থেকে উঠে এলো একটা মাছ

তারপর যা, তা ছিল নিছকই ঘটনামাত্র

১১.
খুনের পর নিহতের কাছ থেকে প্রাণপণে পালাচ্ছে হত্যাকারী
স্বমহিম ঈশ্বর নিজের ভয়ের কাছে পরাজিত
পৃথিবীর শেষ দেয়াল থেকে ঘুরে দাঁড়িয়ে—
মৃত সব আত্মারা বিপজ্জ্বনকভাবে ফিরে আসছে

রাত্রির অভিশাপ ধাওয়া করে নিয়ে যাচ্ছে
ঘোলাটে সকালের দিকে...
আর সকাল, সে তো নিয়মমাফিক
পলকে পলকে যাচ্ছে দূরে চলে

১২.
ছাল ছাড়াবার মতো করে উঠিয়ে ফেলছি
যত্তসব শুভবোধ, আমার অশুভ কঙ্কাল
মুক্তি মাত্র সবকটি দাঁত কেলিয়ে হাসছে...

১৩.
একটা ব্লেড চলে যাচ্ছে... একটা সূচ বিঁধে যাচ্ছে... একটা ছুরি ঢুকে যাচ্ছে...

বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, মে ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ