ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

উপহার | এইচ.এম আলমগীর

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫
উপহার | এইচ.এম আলমগীর

একদিন এমন ছিল, শিশিরের মতো ফোঁটা ফোঁটা জল,
চোখ দিয়ে বের হয়ে অশ্রুধারা নামত
দুই ঠোঁটে কাঁপা কাঁপা করে চাপা কান্না আসত।
বুকের ভেতরটা আচমকা ছেৎ করে উঠত।


আমি কাঁদতাম, এর নির্দিষ্ট কোনো সময় ছিল না।
আর আজ? আমি আজও কাঁদি, নীরবে, নিভৃতে।
তবে, হ্যাঁ, এখন আর অশ্রুধারা নামে না।
চোখের কোণেও ফোঁটা ফোঁটা জল আটকে থাকে না।
আর বুক পর্যন্ত গড়িয়া যাওয়া! এখন আলৌকিক
বুকের ভেতরটা এখনো ছেৎ করে ওঠে।
এখনো দুই ঠোঁটে কাঁপা কাঁপা করে চাপা কান্না আসে।
আর অশ্রু! সে তো অনেক আগেই শেষ হয়ে গেছে।
ভালোবাসার নির্মম উপহার আমি পেয়েছি।
যার সবটুকু তুমি দিয়েছো।
আর আমি?
আমি কান্না পাওয়া ছাড়া
কিচ্ছু দিতে পারি নি কিচ্ছু না।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, অক্টোবর ৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ