ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

বৈশাখের লালপাখি | বীরেন মুখার্জী

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
বৈশাখের লালপাখি | বীরেন মুখার্জী


বৈশাখের লালপাখি
ধূলিধূসরিত দিন, দিগ্বিদিক ছুটছে মানুষ...

সহস্র কৃষ্ণচূড়া আর প্রলম্বিত খরার প্রাচীর পেরিয়ে
একবার আমরাও গিয়েছিলাম পাথরের খুব কাছে 
আমরা বহুবার গিয়েছিলাম অরণ্যের খুব গভীরে
রহস্যের বুদবুদ চোখে বহুমাত্রিক শিল্প অন্বেষণে।

বিপুল বৈশাখ, আরাধনা ছিল ঘনপল্লব, অথচ-
শিল্পের খুন ঝরিয়ে আমাদের নির্মিত সৌধ
কেঁপে উঠেছিল বারংবার;
স্বপ্ন জাগানোর ইচ্ছেয় রেশমী চুড়ির ঝংকারে
মৌন পাহাড়কে আহ্বান করেছিলে তুমি
জলপ্রপাতের সঙ্গীতমুখরতায় একদিন 
ফুটিয়ে গেছে যে-প্রাত্যহিক বিভেদের নীলফুল।

তবু দেখো, এতটা খুঁজেও লালপাখির সন্ধান মেলেনি, 
বনভূমি, অন্ধকার চষেও দেখা মেলেনি স্বপ্নপালকের 
আমরা কেবলি পাঠ্য করেছি খরাদগ্ধ উপবন, আর
ঠোঁটে নিয়ে উড়ে চলেছি ঝড়োরাত্রির র্নিমাণশৈলী।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ