ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

সিল্কের ছাড়পত্র | মঈনুস সুলতান

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মে ২, ২০১৬
সিল্কের ছাড়পত্র | মঈনুস সুলতান

সিল্কের ছাড়পত্র
এসো- তবে পান করে
সুরভিত কফি সুমাত্রার,
জড়ো করি মানচিত্র আর টিকিট
প্রস্তুতি নেই টেরাকোটা সিপাহীর দেশে
সাহসী যাত্রার..

কেটেছে আমাদের অনেকদিন
উড়োজাহাজের ডানায় দ্বীপ থেকে দ্বীপান্তরে
মেলেনি শান্তি জারুলের জোছনায়
নিজস্ব ঘরে..

এসো তবে একবার খেলা ছলে হই ব্যাধ,
শিকারীর হাতে নিয়ে তূণীর
দেখি-কাটে যদি অবদমনের খেদ..

এসো তবে ভাঙি ঘর.. দূরে চলে যাই
দেহে যাত্রার ক্লেশ,
থিতু হইনি বটে বসফরাসের বালুতটে
নাচে দেখি ঘূর্ণায়মান দরবেশ..

যা দেখেছি তার মিহি সুতায় সেলাই করি
সিল্কের ছাড়পত্র,
তুর্কী দরবেশ দেখো.. শাতিল আরব হয়ে
কায়রোর ক্যাকটাস কুঞ্জে খুঁজে জলসত্র।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, মে ০২, ২০১৬
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ