ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

তিনটি কবিতা | ফকির ইলিয়াস

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, মে ১২, ২০১৬
তিনটি কবিতা | ফকির ইলিয়াস

যা তুমি সরাতে চাইছো
সরাতে চেয়েছিলে পাথর। সরাতে চেয়েছিলে নদী।

অথচ কী তাজ্জব—
দেখো, সরে যাচ্ছে মধ্যরাতের দেয়াল। যে ছায়া কাছে আসছে- তা
বড় লীলাময়। বড় আজব তার মনশৈলী- বড় বিনয়ী তার চোখ,
যা কিনা পাথরের চেয়েও কঠিন হয়ে জমে আছে জমিনে। নদী
হয়ে আমাকে আগলে রেখেছে একটি পূর্ণ জনম।
 
আসলে জনম নিয়ে কারও কোনো বড়াই থাকে না কখনও। বরং
বেঁচে থাকার কসরত সবাইকেই একদিন সমুদ্রমুখী করে- যারা ঢেউ
ভালোবাসে, তারা অনুসরণ করে বৃষ্টির গমনদৃশ্য.........
 

যারা ফিরবে বলেছিলো
সীমান্ত নিয়েই আমার শংকা ছিলো সবসময়। পৃথক শিলাচিহ্ন
দেখে যারা নির্দিষ্ট করেছিলো তাদের গন্তব্য, আমি তাদের 
হারাতে চাইনি। চাইনি— ওরা দেশান্তরি হোক। আমাকে ত্যাগ
করে চলে যাক অন্য সীমানায়।
 
তবু ওরা চলে যায়। রেখে যায় কয়েকটি দলিত অক্ষর।  
বড় মায়াময় বেদনায় তারা পোহায় সীমান্তের রাত। যে মাটি
তাদের পাঁজরে লেগেছিলো— সেই মাটি প্রদীপ জ্বালিয়ে একাকী কাঁদে।

 
প্রদীপান্তরের ছায়াগুলো
বসে আছি, সন্ন্যাস-সাম্রাজ্যে। কেউ এই পাতে অন্ন দেবে কী না—
তা না ভেবেই রাতকে বলছি, আমাকে ঢেকে দাও। এসো,
যজ্ঞ করি প্রদীপের। রেখে যাই ছায়াগুলো যে প্রদীপান্তরে-
তা একদিন প্রেম হয়েই রেণু ছড়াবে তোমাদের জন্য। যারা একদিন
সকল নবান্নকেই ঘোষণা করেছিলে নিষিদ্ধ গন্দম।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, মে ১২, ২০১৬
এসএনএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ