বাতাসেরও ছোট ছোট গল্প আছে
ঝড় সান্ত্বনা আছে
গোপন চুমুর সাধ কার না থাকে বল!
সেসব ঘুড়ির দল
কাটা পড়ে গেছে!
জানি তুই ইসকুলে যাস
বুকে মেঘ পুষে মজা পাস
বরাতে যা লেখাজোঁকা আমিও কুড়ি
চল উড়ি!
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এসএনএস
আশকারার ঘুড়ি
তুই বড়ো সুতোখোর লাটাই
তুই মেঘ
আসমানে আশকারার ঘুড়ি!
বাতাসেরও ছোট ছোট গল্প আছে
ঝড় সান্ত্বনা আছে
গোপন চুমুর সাধ কার না থাকে বল!
সেসব ঘুড়ির দল
কাটা পড়ে গেছে!
জানি তুই ইসকুলে যাস
বুকে মেঘ পুষে মজা পাস
বরাতে যা লেখাজোঁকা আমিও কুড়ি
চল উড়ি!
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৭
এসএনএস