ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

দু’টি কবিতা ‍| আফসানা পারভিন নিশা

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জুন ২, ২০১৭
দু’টি কবিতা ‍| আফসানা পারভিন নিশা কবিতা

স্পর্শ
দূরাচরে ওই নীলাভ আকাশ
পাখির শব্দে হঠাৎ মনে হলো,

এই আমি চোরাবালিতে;
ধীরে ধীরে ডুবে যাচ্ছি
তবুও চোখে রঙিন স্বপ্ন।
চিরচেনা স্পর্শ
হঠাৎ হৃদয় মৃদু কম্পন জাগায়

এক পশলা বৃষ্টি
গহীন অরণ্যচরে যেমন বালুচরি 
দ্বীপ পাওয়া দুষ্কর,
অরণ্য, অরণ্যচরে যেন প্রাণে-প্রাণে আষ্টে পৃষ্ঠে
জড়িয়ে রেখেছে সব স্নায়ুগুলো;
এক পশলা বৃষ্টি দরকার এই মুহূর্তে
স্নায়ুকোষে;
শীতল বাতাসের ঠাণ্ডায় ডুবে যেতে চাই
অচিন কোনো গহব্বরে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুন ০১, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ