ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

দু’টি কবিতা | নকিব মুকশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জুলাই ২, ২০১৭
দু’টি কবিতা | নকিব মুকশি দু’টি কবিতা | নকিব মুকশি

অদ্ভুত ইতিমুখ     
পান্নার অনাবে নাচে অদ্ভুত কাসিদ
বেশ্যার বুকের তিল নুয়ে গঁদ মুখী
আমার তফাৎ তাই দূরে অনাজনে
 

এর চেয়ে ঢের ভাল অই বুনোলতা
অমুখোশী প্রতিলের মিহি আপ্যায়ন

মানুষ ঘুমালে জাগে এমন পৃথিবী
রাত্রি-দৌড়ে নিমানুষ নেই, নেই তীর...
ওথ ফুল ঝরে পদে পদে দিনমান,
পড়ে থাকে ইতিমুখ বেলির উদ্যান
সর্পের মতন বাঁকে নটীর কোমর...

বিপন্ন সুন্দরী
বনের সমূহ আয়ু উদ্বাস্তু শিবিরে 
আজ খাবি খায় খুব, সুন্দরী বিপন্ন
স্বার্থের করাল দাঁতে! তোমাদের এই  
মিথুন সবুজ ছিঁড়ে যদি অন্ধকার...
নগরের চোখ ফুলে কাদার ডালিম...

ময়ূর পেখম ছাড়ে শিকের খাঁচায়...
কলের বানানো পুচ্ছ পরিয়ে কীভাবে
সভ্যতা হাঁকাবে রথ? কয়লার রাত 
সুচের মতন বিঁধে যদি এই মাঠে
বাঘের আস্তানা পাব কি এখানে আর?

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, জুলাই ০২, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ