ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কবিতা

প্রত্ন সংলাপ।। হোসাইন কবির

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
প্রত্ন সংলাপ।। হোসাইন কবির ছবি: প্রতীকী

ফুলজান  মুখিজান
তোমাদের কথা কেউ রাখে নি মনে,
ঘরদোর বসতভিটায় রাতবিরেত আজো সেই হারিয়ে যাওয়া বেদনা বিদূর দোহার সুরে পায়েলখানি বুক-পাঁজরে বাজে।

তরুণ আত্মার কলতান উচ্ছ্বাস মন্দিরার সুর - আজো মেঘনা ডাকাতিয়ায় রমু মাঝির রমুর খালে বহুবিধ স্মৃতিরেখায়, বিষাদ অরণ্যে - কান পেতে শুনি।

তোমাদের ধাবমান কণ্ঠস্বর, অপরূপ অবয়ব বিধ্বস্ত করোটির পাশে আজো কী শুয়ে আছে - ছাঁইভষ্মে, পোড়ানো পাতার ফসিল জড়িয়ে!

ফুলজান মুখিজান
দেখতে তোমরা কেমন ছিলে!
শত বছরের বসত-ভিটায় মাটির দেয়ালে, পুরাতন ভগ্ন চুলার কাঠ কয়লার অবশেষে কিংবা টুকরো টুকরো খেলনা পুতুল আর বহুবিধ তৈজসপত্রে- তোমাদের কোমল হাতের পরশে কেঁপে উঠি আজো প্রত্ন-হৃদয়ে।

ফুলজান মুখিজান
তোমাদের সেই পুরাতন আকাঙ্ক্ষার আঙ্গিনায় বেড়ে ওঠা আমিও এক উত্তর পুরুষ,
আমাকেও পার হতে হয় এ বাড়ির বয়সন্ধির উঠান।

হোসাইন কবির, অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ