ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির সঙ্গে বুধবার বৈঠক করবে গণতন্ত্র মঞ্চ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২২
বিএনপির সঙ্গে বুধবার বৈঠক করবে গণতন্ত্র মঞ্চ

ঢাকা: যুগপৎ আন্দোলনের রূপরেখা তৈরি করতে আগামী ৭ ডিসেম্বর (বুধবার) বেলা ১১টায় বিএনপির সঙ্গে বৈঠক করবে গণতন্ত্র মঞ্চ। সোমবার (৫ ডিসেম্বর) নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এর আগে, দুপুর ১২টা থেকে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। গণ অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহম্মদ রাশেদ খান।

সভায় দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং সরকারের বিরুদ্ধে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয়। এসময় বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতনের তীব্র প্রতিবাদ জানান গণতন্ত্রমঞ্চের নেতারা।

তারা বলেন, গণ আন্দোলনের তীব্রতায় অবৈধ ক্ষমতা হারানোর ভয়ে সরকার দিশেহারা হয়ে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর নির্যাতন এবং গণ গ্রেফতার চালাচ্ছে। গত কয়েকদিনে বিএনপির পাশাপাশি নাগরিক ঐক্য এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ। সারাদেশে বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালাচ্ছে সরকার দলীয় ক্যাডাররা। অতীতেও কোনো স্বৈরাচার দমন, পীড়নের মাধ্যমে গণ আন্দোলন ঠেকাতে পারেনি, এই সরকারও পারবে না।

তারা গণতন্ত্র মঞ্চসহ সব বিরোধী রাজনৈতিক জোট এবং দলের আটককৃত নেতাকর্মীদের মুক্তি দাবি করেন।

আলোচনা সভায় সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন বেগবান করতে সব বিরোধী শক্তির যুগপৎ লড়াইয় নিয়ে আলোচনা করেন মঞ্চের নেতারা।

সভায় উপস্থিত ছিলেন জেএসডির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, নাগরিক ঐক্যের প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদ সদস্য আকবর খান, গণসংহতি আন্দোলনের সম্পাদক মণ্ডলী সদস্য বাচ্চু ভূঁইয়া, গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক ফারুক হাসান, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিব উদ্দিন হাসিব।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ৫ ডিসেম্বর, ২০২২
এমকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।