ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

শাহবাগে কিছুক্ষণ পরপর ছাত্রলীগের শোডাউন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
শাহবাগে কিছুক্ষণ পরপর ছাত্রলীগের শোডাউন শাহবাগে ছাত্রলীগের মিছিল- শোডাউন। ছবি: বাংলানিউজ

ঢাকা: বিএনপির গণসমাবেশের দিন শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর শাহবাগ মোড়ে শোডাউন দিচ্ছে ছাত্রলীগ। সংগঠনটির নেতাকর্মীরা কিছুক্ষণ পরপরই মোটরসাইকেলে শোডাউন দেওয়ার পাশাপাশি বিক্ষোভ-মিছিল করছেন।

 

বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর শাহবাগ মোড়ে এমন চিত্রই দেখা গেছে। এই সময়ের মধ্যে ছাত্রলীগের দুইটি মিছিলহয়। নেতাকর্মীদের মোটরসাইকেলে চারবার শোডাউন দিতে দেখা যায়।  

ছাত্রলীগের মিছিল ও মোটরসাইকেল শোডাউন থেকে স্লোগান দেওয়া হয়, বিএনপির সন্ত্রাসীরা হুঁশিয়ার সাবধান, বিএনপির আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, হুঁশিয়ার সাবধান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।  

শাহবাগ মোড়ে দায়িত্বরত নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন, সকাল থেকে শাহবাগ মোড়ে যান চলাচল কম। মানুষের যাতায়াতও কম। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২

এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।