ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির ৫ নেতা বহিষ্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
ব্রাহ্মণবাড়িয়া বিএনপির ৫ নেতা বহিষ্কার

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়া বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি।  

রোববার (২৯ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে সুনির্দিষ্টভাবে জড়িত থাকায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও পাকশিমুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক বি এম রিফাত বিন জিয়া, অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. বাদল আহমেদ, অরুয়াইল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য আব্দুর রউফ, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জব্বার ও চুন্টা ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট শামসুল আলমকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া পূর্বক বহিষ্কার করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে এ নেতারা ব্রাহ্মণাবাড়িয়া-২ আসনের উপ-নির্বাচনে বিএনপির বহিষ্কৃত নেতা উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে কাজ করার কারণেই তাদের বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত: বিএনপি দলীয় সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার সংসদ থেকে পদত্যাগ করার পর প্রথমে দল থেকে পদত্যাগ করেন ও পরে বিএনপিও তাকে বহিষ্কার করে। তার শূন্য আসনে পুনরায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১ ফেব্রুয়ারি ওই আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।