ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

১৫ মামলার আসামি শিবির নেতা রানা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:২৫, ফেব্রুয়ারি ২২, ২০২৩
১৫ মামলার আসামি শিবির নেতা রানা গ্রেফতার গ্রেফতার শিবির নেতা রানা

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটা উপজেলার ১৫ নাশকতা মামলার আসামি শিবির নেতা রশিদুল ইসলাম রানাকে (৩০) নওগাঁ থেকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২২ ফেব্রুয়ারি) রাতে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার রশিদুল ইসলাম রানা উপজেলার ছিলমানের পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি বগুড়া জেলা ছাত্র শিবিরের ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক।

ওসি বলেন, রশিদুল ইসলাম রানার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও বিশেষ ক্ষমতা আইনে ১৫টি নাশকতা মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন খবর পেয়ে বিকেলে তাকে নওগাঁ জেলার মহাদেবপুর থেকে গ্রেফতার করা হয়।  সন্ধ্যায় তাকে নিয়ে সাঘাটা থানায় এসে পৌঁছে পুলিশ।

তিনি আরও জানেন, বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রশিদুল ইসলাম রানাকে গাইবান্ধা আদালতে হাজির করা হবে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।