ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি: জিএম কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি: জিএম কাদের

লালমনিরহাট: জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতি হচ্ছে। এসব ঠিকভাবে দেখভাল হচ্ছে না।

দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাই শিক্ষা ও স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত।

বৃহস্পতিবার (২ মার্চ) বিকেলে লালমনিরহাটে সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

জিএম কাদের বলেন, এই সরকারের আমলে বিদ্যুৎসহ রমজানে সব পণ্যের দাম বেড়েছে। কিন্তু জাতীয় পার্টির আমলে রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি। বরং রমজান সাধারণে মানুষের কথা ভেবে সব পণ্যের দাম কমানো হয়েছিল। তাই এই দায় সরকারকেই নিতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সব মন্ত্রণালয়ের হযবরল অবস্থা। অব্যবস্থাপনার কারণে মন্ত্রণালয় গুলো অস্বাভাবিকভাবে ভেঙে পড়েছে। সরকারের উচিৎ এসব কঠোর নজদারি দিয়ে নিয়ন্ত্রণে আনা। দেশের অবস্থা আরও খারাপের দিকে ঠেলে দিয়ে পরে নজর দিলে দেশের মানুষের কোনো কজে আসবে না।

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে জিএম কাদের বলেন, প্রতিনিয়তই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে। যার ফলে শিল্প ও ব্যবসা-বাণিজ্যে লোকসান দেখা দিচ্ছে। অনেক মানুষ বেকার হয়ে পড়ছে। বরাবরই সরকারকে এ বিষয়ে খেয়াল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিদ্যুৎতের দাম বৃদ্ধি সরকারের জন্য চরম ব্যর্থতার।

তিন দিনের সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা লালমনিরহাটে আসেন জিএম কাদের এমপি। সার্কিট হাউজে পৌছলে জেলা প্রশাসনের চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় জাতীয় পার্টির নেতারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১০৫৭ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।