ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপিসহ শরিকদের দেশব্যাপী মানববন্ধন আজ

মহসিন হোসেন, স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৫ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
বিএনপিসহ শরিকদের দেশব্যাপী মানববন্ধন আজ

ঢাকা: ইউনিয়ন থেকে মহানগর পর্যন্ত ধারাবাহিক পদযাত্রার কর্মসূচির পর শনিবার (১১ মার্চ) সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন করবে বিএনপিসহ শরীক দল ও জোটগুলো।

সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা এবং গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি-নিত্যপণ্যের মূল্য কমানোর দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোর এটি নবম কর্মসূচি।

বিএনপির কেন্দ্রীয় দফতর সূত্রে জানা গেছে, যুগপৎ আন্দোলনের পরবর্তী কর্মসূচি হিসেবে আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সারাদেশে মহানগর ও জেলা পর্যায়ে মানববন্ধন হবে।  

এসব কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, যুগপৎ আন্দোলনের কর্মসূচি শুরু হয় ২৩ ডিসেম্বর গণমিছিলের মধ্য দিয়ে। এরপর ধারাবাহিকভাবে তারা অবস্থান কর্মসূচি, বিক্ষোভ সমাবেশ, বিভাগীয় সমাবেশ করেছে।  ১২ ফেব্রুয়ারি থেকে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রার কর্মসূচি করে। এরপর থানা, জেলা ও মহানগরে পদযাত্রার ধারাবাহিক কর্মসূচি শেষ করেছে ৪ মার্চ।

১০ ডিসেম্বর কমলাপুরে গোলাপবাগ মাঠে ঢাকার বিভাগীয় সমাবেশ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সরকার পদত্যাগের দাবিতে বিরোধী রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে যুগপৎভাবে আন্দোলনের ঘোষণা দেন।

এদিকে বিএনপির সঙ্গে যুগপৎভাবে যেসব দল সরকারবিরোধী আন্দোলন করছে তারাও আলাদাভাবে নিজ নিজ অবস্থান থেকে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

গণফোরামের তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু বাংলানিউজকে বলেন, আমরা গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি যৌথভাবে সকাল ১১টায় আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করবো।

উপস্থিত থাকবেন গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু, সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক ড. আবু সাইয়িদ, অ্যাডভোকেট এ কেএম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, মহাসচিব আবদুল কাদের সহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

গণতন্ত্র মঞ্চের শরীক ৭টি দল পল্টন মোড়ে সকাল১১টা থেকে মানববন্ধন করবে।

১২ দলীয় জোটের মুখপাত্র বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বাংলানিউজকে বলেন, আমরা বেলা সাড়ে ১১টায় ১২ দলীয় জোট বিজয়নগরে পানির ট্যাংকের কাছে মানববন্ধন করবো।

অপরদিকে জাতীয়তাবাদী সমমনা জোট নেতা ড. ফরিদুজ্জামান ফরহাদ জানান, তারা বিজয় নগরে আল-রাজী কমপ্লেক্সের সামনে সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত মানববন্ধন করবে।

সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের নেতা সাইদুর রহমান জানান, তারা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে।

এদিকে এলডিপির মুখপাত্র সালাহ উদ্দিন রাজ্জাক বাংলানিউজকে বলেন, আমাদের দলের নেতারা বিকেল তিনটায় পূর্বপান্থপথে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, বাড্ডার সুবাস্ত টাওয়ারের সামনে এবং যাত্রাবাড়ি ফ্লাইওভারের কাছে তিনটি স্থানে পৃথক মানববন্ধন করবেন।

জানা গেছে, আজকের মানববন্ধনে ঢাকায় বড় ধরনের শোডাউন করবে বিএনপি। ইতোমধ্যে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের দায়িত্ব বন্টন করা হয়েছে। ঢাকার দুই মহানগরের ৫০টি থানায় নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে। মহানগর উত্তরে ২৬ থানা ও দক্ষিণে ২৪থানা সমন্বয় করে উত্তরার আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ী পর্যন্ত মানববন্ধন করবে।

দলের সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বাংলানিউজকে জানান, বিদ্যুতের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, চাল, ডাল, তেল ও কৃষি উপকরণ-শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিদর্লীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগর উত্তর আব্দুল্লাহপুর (টঙ্গীব্রিজ)-বিমানবন্দর-যমুনাফিউচার পার্ক-বাড্ডা-রামপুরা-আবুল হোটেল-মালিবাগ রেলগেইট পর্যন্ত মানববন্ধন করবে। একই কর্মসূচির অংশ হিসেবে মহানগর দক্ষিণ বিএনপি’র উদ্যোগে মালিবাগ রেলগেইট-মৌচাক-শান্তিনগর-কাকরাইল-নয়াপল্টন-ফকিরাপুল-আরামবাগ-মতিঝিল শাপলাচত্বর-ইত্তেফাক মোড়-টিকাটুলী-যাত্রাবাড়ী পর্যন্ত ‘মানববন্ধন’ পালিত হবে।

এছাড়া সব জেলা ও মহানগরীতে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুরূপ মানববন্ধন কর্মসূচি পালিত হবে।

তিনি বলেন, এসব কর্মসূচি বিভাগীয় সাংগঠনিক ও সহ-সাংগঠনিক সম্পাদকবৃন্দ সমন্বয় সাধন করবেন। দায়িত্বপ্রাপ্ত নেতারা ব্যতীত বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সব নেতারা ও সাবেক সংসদ সদস্যরা নিজ-নিজ জেলা ও মহানগরীতে অংশ নেবেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মানববন্ধন কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনগণ এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অনুরোধ জানিয়েছেন।

জানা গেছে, আজকের মানববন্ধন কর্মসূচি থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এমএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।