ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ী পৌরসভার বাজেট ধরা হয়েছে ৬২ কোটি ৮৫ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, জুন ২৫, ২০২৩
পলাশবাড়ী পৌরসভার বাজেট ধরা হয়েছে ৬২ কোটি ৮৫ লাখ টাকা

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার (২৫ জুন) দুপুরে পৌরসভা কার্যালয় থেকে বাজেট ঘোষণা করেন মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব।

 

২০২৩-২০২৪ অর্থ বছরের রাজস্বসহ প্রস্তাবিত বাজেট ধরা হয়েছে ৬২ কোটি ৮৫ লাখ ১০ হাজার টাকা।

প্রস্তাবিত বাজেটে রয়েছে ২৫ কিলোমিটার রাস্তা পাকা করণ, ১০ কিলোমিটার রাস্তা সংস্কার, ১৫ কিলোমিটার ড্রেন নির্মাণ, পৌর এলাকার পাঁচ শতাধিক সোলার বাতি স্থাপন, বঙ্গবন্ধু স্কয়ার নির্মাণ, পৌর ভবন নির্মাণ, পৌর কমিউনিটি সেন্টার নির্মাণ, পাবলিক টয়লেট ও ডাস্টবিন নির্মাণ, সামাজিক বনায়নের আওতায় বৃক্ষ রোপণ ও সৌন্দর্য বর্ধন এবং মডেল পৌরসভা নির্মাণ।  

বাজেট ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর সভার প্রকৌশলী গোলাম মর্তুজা, ওয়ার্ড কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।