ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন খন্দকার মোশাররফ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:২৭, জুন ২৭, ২০২৩
চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন খন্দকার মোশাররফ

ঢাকা: উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

মঙ্গলবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সেখানে পৌঁছে ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের বিশেষজ্ঞ ডাক্তারের অধীনে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে।

যাত্রাকালে খন্দকার মোশাররফ হোসেনের সফরসঙ্গী হিসেবে তার সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন ও ছোট ছেলে খন্দকার মারুফ হোসেন রয়েছেন।

এদিকে বিএনপির বর্ষীয়ান এই নেতার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতার জন্য বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীর কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন তার বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

উল্লেখ্য, গত ১৬ জুন শুক্রবার গভীর রাতে ভর্তি হয়ে প্রায় আটদিন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ২৪ জুন বাসায় ফিরেন খন্দকার মোশাররফ হোসেন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুন ২৭, ২০২৩
টিএ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ