ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে বিএনপির গণমিছিল আজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
রাজধানীতে বিএনপির গণমিছিল আজ

ঢাকা: ‘১-দফা’ দাবি আদায়ে ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিকেলে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর- দক্ষিণ বিএনপি গণমিছিল কর্মসূচি পালন করবে।  

পাশাপাশি যুগপথ আন্দোলনের বিএনপির সঙ্গে শরিক দলগুলো যার যার অবস্থান থেকে একই কর্মসূচি পালন করবে।

 

শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টা ৩০ মিনিট ঢাকা মহানগর উত্তর বিএনপি রামপুরা বেটার লাইফ হাসপাতাল সামনে থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর থেকে গণমিছিল কর্মসূচি শুরু করে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে গিয়ে শেষ হবে।  

সেখানে প্রধান অতিথি হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল রামপুরা বেটার লাইফ হাসপাতাল সামনে থেকে শুরু হয়ে আবুল হোটেল- মালিবাগ রেলগেট-মৌচাক- মালিবাগ মোড়-শান্তিনগর- কাকরাইল মোড়-নাইটিঙ্গেল মোড় হয়ে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিস সামনে গিয়ে শেষ হবে।  

উত্তর বিএনপির গণমিছিলে নেতৃত্ব দেবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান ও সদস্য সচিব আমিনুল হক।  

এ সময় আরও উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য জয়নুল আবেদিন ফারুক, অধ্যাপক জয়নুল আবেদীন ভিপি, মেজর (অব.) কামরুল ইসলাম, হেলালুজ্জামান তালুকদার লালু, আতাউর রহমান ঢালী, মো. জহুরুল হক শাহজাদা মিয়া, ডা. ফরহাদ হালিম ডোনার, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন- নবী খান সোহেল, অ্যাডভোকেট মুজিবুর রহমান সারোয়ার ও হারুন অর রশিদ।  

অন্যদিকে, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল কমলাপুর থেকে শুরু হয়ে পীরজঙ্গি মাজার- আরামবাগ- ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনে কেন্দ্রীয় অফিস সামনে গিয়ে শেষ হবে। পরবর্তীতে বিএনপির কেন্দ্রীয় অফিস সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে গণমিছিল কর্মসূচি শেষ করা হবে।  

দক্ষিণ বিএনপির গণমিছিলে নেতৃত্ব দিবেন ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ও ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। এ সময় আরও উপস্থিত থাকবেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, অ্যাডভোকেট জয়নুল আবেদীন, বিএনপি চেয়ারপার্সেনের উপদেষ্টা কাউন্সিলর সদস্য আবুল খায়ের ভুঁইয়া, মনিরুল হক চৌধুরি, মঈনুল ইসলাম খান শান্ত, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খাইরুল কবির খোকন ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সরকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

এসময় গণমিছিল কর্মসূচি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির স্থায়ী কমিটি সদস্যসহ সিনিয়র নেতারা বক্তব্য দেবেন।  

বাংলাদেশ সময়: ০৭৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০২৩
ইএসএস/এসএম
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।