ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বৃষ্টি মাথায় নিয়ে সমাবেশে বিএনপির নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
বৃষ্টি মাথায় নিয়ে সমাবেশে বিএনপির নেতাকর্মীরা সমাবেশে নেতাকর্মীরা। ছবি: শাকিল আহমেদ

ঢাকা: এক দফা দাবি আদায়ে চলমান যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি হিসেবে কেরানীগঞ্জে আয়োজিত সমাবেশে যোগ দিচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। বৃষ্টি মাথায় নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসছেন তারা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) ঢাকার কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটার দিকে এই সমাবেশ হওয়ার কথা রয়েছে।

সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা বলেন, তারা তাদের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনড় থাকবেন। সরকারকে ক্ষমতা ছেড়ে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।  

এই সমাবেশে সভাপতিত্ব করবেন ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক  নিপুণ রায় চৌধুরী।  

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

বিএনপির কেন্দ্রীয় নেতাদেরও এই সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
ইএসএস/এসসি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।