ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

রাজনীতি

লতিফ সিদ্দিকীর গায়ে হাত দিলে সে হাত টিকবে না: কাদের সিদ্দিকী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৮:০৮ পিএম, সেপ্টেম্বর ২৯, ২০২৩
লতিফ সিদ্দিকীর গায়ে হাত দিলে সে হাত টিকবে না: কাদের সিদ্দিকী

টাঙ্গাইল: কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আমি বলে যেতে চাই, লতিফ সিদ্দিকী আমার পিতার সমান। আমার গায়ে হাত দিলে সেই হাত থাকবে, টিকবে।

কিন্তু লতিফ সিদ্দিকীর গায়ে হাত দিলে সেই হাত টিকবে না।  

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে গ্রামে পরিবারের সদস্যদের নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারতের আগে এসব কথা বলেন তিনি।

বড় ভাই সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে উদ্দেশ্য কাদের সিদ্দিকী বলেন, আপনার হাজার হাজার নেতাকর্মী ছিল। কিন্তু মুক্তিযুদ্ধের সময় কাউকে খুঁজে পাওয়া যায়নি। আপনার লাখ নেতাকর্মী বঙ্গবন্ধু হত্যায় রুখে দাঁড়াতে পারেনি। আপনাকে যখন আওয়ামী লীগ থেকে বের করে দেওয়া হয়েছিল, আপনার পক্ষে ১০টা নেতাও দাঁড়াতে পারেনি।  

বড় ভাইয়ের পক্ষ নিয়ে কাদের সিদ্দিকী আরও বলেন, আমি আপনার বক্তব্য শুনেছি, ইসলাম সম্পর্কে আপনার বক্তব্যে একটা দাঁড়ি-কমাও ভুল নাই। কিন্তু আপনার লোকেরা কেউ তুলে ধরতে পারেনি। কিন্তু জয় সম্পর্কে আপনি বলেছিলেন, জয় বাবা কেরা। কেরাতো আমাদের টাঙ্গাইলের ভাষা। তারপরের কথা ছিল জয় রাস্তার মানুষ না। জয় বঙ্গবন্ধুর নাতি। ভেবে-চিন্তে কথা বলতে হবে। আমার বোন শেখ হাসিনা, জয় বাবা কেরা এটা কানে নিয়েছেন, পরের কথাটা শুনতেও চান নাই। আমি তাকে সেই কথা শোনাবো, শুনিয়েওছি।  

এরপর কাদের সিদ্দিকী বলেন, রাজনৈতিক সমালোচনা করা যাবে। রাজনীতির বাইরে লতিফ সিদ্দিকীকে নিয়ে কোনো কথা বলা যাবে না। আমরা টাঙ্গাইলে ঘুষখোরদের হাত থেকে, গুন্ডাদের হাত থেকে ও দুর্নীতিবাজদের হাত থেকে বাঁচাতে চাই।

তিনি বলেন, আজকের থেকে শুরু হলো আমাদের কাজ। আমাদের যাত্রা শুরু হলো। সারা দেশে কি হবে জানি না, তবে আমরা টাঙ্গাইলকে সম্মানিত করব। বড় ভাইকে বলতে চাই, আপনার মতের বিরুদ্ধে আপনাকে কিছুই করতে হবে না। পারলে আমাকে সাহায্য কইরেন, না পারলে আপনাকে আপনি সাহায্য কইরেন। মানুষকে সাহায্য কইরেন। জীবনের শুরু যেটা দিয়ে সেই শুরুকে যাওয়ার কালে কলঙ্কিত কইরেন না। আল্লাহকে ভরসা করুন। আমাদের সামনে বিকল্প নাই, আমাদের সামনে স্বাধীনতা। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু। আমরা তাকে ছাড়তে পারি না। যে যাই বলুক। বরং আওয়ামী লীগ ঠিক লাইনে নাই। বঙ্গবন্ধু কৃষক শ্রমিক আওয়ামী লীগ করেছিলেন।  

সভায় আরও বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, তার ছোট ভাই আবুল মনসুর আজাদ সিদ্দিকী বক্তব্য রাখেন।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের অন্যান্য নেতা কর্মীসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০২৩
এসএএইচ

বাংলাদেশ সময়: ৮:০৮ পিএম, সেপ্টেম্বর ২৯, ২০২৩ /

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ