ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরদীতে আওয়ামী লীগের মতবিনিময় সভা

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
ঈশ্বরদীতে আওয়ামী লীগের মতবিনিময় সভা

পাবনা (ঈশ্বরদী): বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে পাবনার ঈশ্বরদী উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে মতবিনিময় সভা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে লক্ষ্মীকুণ্ডা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ।

লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম প্রমাণিকের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিস উর রহমান শরীফ, ঈশ্বরদী উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমালসহ অনেকে।

এছাড়া স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা জিয়াউল হক জিয়া, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন যুবলীগ সভাপতি আলফাজ উদ্দিন, ইউনিয়ন যুবলীগ সদস্য রোকনুজ্জামান রুবেল, যুবলীগ নেতা জামিরুল হোসেন, জামাল উদ্দিন জয়, লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সাহান হোসেন নূর, যুগ্ম আহ্বায়ক রায়হান বিশ্বাস, রোকনুজ্জামান রুবেল বিশ্বাসসহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, মানুষের কর্মসংস্থান হয়, মানুষ বেশ শান্তিতে থাকে, তাই আবার নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে।  

তিনি আরও বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর পাবনার ঈশ্বরদী উপজেলায় স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা হয়েছে, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। অতীতে কোনো সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি।  

শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়তে লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে, স্মার্ট বাংলাদেশ গড়তে আবার নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।  

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।