ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ওয়ার্কাস পার্টির কমরেড সালেহা সুলতানা মারা গেছেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, অক্টোবর ২১, ২০২৩
ওয়ার্কাস পার্টির কমরেড সালেহা সুলতানা মারা গেছেন

ঢাকা: ওয়ার্কার্স পার্টির কমরেড সালেহা সুলতানা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার বয়স হয়েছিল ৬০ বছর।

তিনি ঢাকা মেডিকেল কলেজ সন্ধানীতে  মরণোত্তর চোখ দান করে গেছেন।  

তার গ্রামের বাড়ি বগুড়ার গাবতলীতে।

সালেহা সুলতানার জামাতা তানভীর রুস্তম জানান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সদস্য ছিলেন তিনি।  অনেক দিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। ফুসফুসে পানি জমেছিল। গত ১৫ অক্টোবর তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তিনি মারা যান।

তিনি আরও জানান, সালেহা সুলতানা ঢাকা মেডিকেল কলেজের সন্ধানীতে মরণোত্তর চোখ দান করে গেছেন। হাসপাতাল থেকে তার গোসল সম্পন্ন করে গ্রামের বাড়ি বগুড়ার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননসহ নেতা কর্মীরা তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

তানভীর জানান, সালেহা সুলতানা রামপুরা উলন রোডে থাকতেন।  

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এজেডএস/নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।