ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মহাসমাবেশে যাওয়ার পথে ফেনীতে যুবদলের ৪ নেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
মহাসমাবেশে যাওয়ার পথে ফেনীতে যুবদলের ৪ নেতা আটক

ফেনী: একদফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির ডাকা মহাসমাবেশে যাওয়ার পথে ফেনী থেকে যুবদলের চার নেতাকে আটক করেছে পুলিশ।  

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে ফেনী জেলা বিএনপি এ তথ্য নিশ্চিত করে।

 

ফেনী জেলা বিএনপি জানায়, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিসিক এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটক নেতারা হলেন-ফেনী সদর উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আতিকুর রহমান মামুন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার আলী রাসেল পাটোয়ারী, জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক মুন্সী এনামুল হক কামরুল এবং সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইস্রাফিল।

ঘটনার নিন্দা জানিয়ে জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার বলেন, সরকার পতনের একদফা দাবি আদায়ের আন্দোলনে যোগ দিতে নেতাকর্মীরা উদগ্রীব হয়ে আছেন। কিন্তু এভাবে যাত্রাপথে নেতাকর্মীদের আটক করা ভালো কিছুর লক্ষণ নয়। এগুলোর নিন্দা জানানোর ভাষা নেই। নিরপরাধ এসব নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করছি।  

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল বলেন, এসব হামলা-মামলা, গ্রেপ্তার বা হয়রানি করে সরকার নিজের পতন ঠেকাতে পারবে না। সরকার জনসমর্থন হারিয়ে পুলিশ বাহিনী দিয়ে বিনা অপরাধে নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। আজও ঢাকা যাওয়ার পথে গাড়ি থামিয়ে যুবদলের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাই।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম চৌধুরী জানান, সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে। তবে তারা কোনো রাজনৈতিক দলের কিনা, তা  জানা নেই। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষেই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
 
বাংলাদেশ সময়: ০৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এসএইচডি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।