ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

না.গঞ্জে নির্দলীয় সরকারের দাবিতে ইসলামী আন্দোলনের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, অক্টোবর ২৭, ২০২৩
না.গঞ্জে নির্দলীয় সরকারের দাবিতে ইসলামী আন্দোলনের মিছিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে শহরের ডিআইটি মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে চাষাঢ়া গিয়ে শেষ হয়।

এ সময় অবিলম্বে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করার দাবি জানান নেতাকর্মীরা।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ জানান, মিছিলটি শহরের ডিআইটি এলাকা থেকে শুরু হয়ে চাষাঢ়ায় গিয়ে শেষ হয়। আমাদের দাবি একটাই, আর এটা শুধু আমাদের নয়, পুরো জাতির দাবি। দ্রুত এ দাবি মানতে হবে।

এ সময় ইসলামী আন্দোলনের কয়েক হাজার নেতাকর্মী মিছিলে অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।