ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

নারায়ণগঞ্জে হরতাল সমর্থনে জামায়াতের ঝটিকা মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:১৯, অক্টোবর ২৯, ২০২৩
নারায়ণগঞ্জে হরতাল সমর্থনে জামায়াতের ঝটিকা মিছিল ঝটিকা মিছিল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে হরতাল সমর্থনে ঝটিকা মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।  

রোববার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে শহরের কালিরবাজার এলাকায় ৩০ জনের একটি ঝটিকা মিছিল শেষে দ্রুত চলে যান তারা।

মিছিলে নারায়ে তাকবির আল্লাহু আকবরসহ নানা স্লোগান দেন তারা।  

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, খবর শুনেছি মিছিলের। পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।