ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই’ সাদিকের মনোনয়ন সংগ্রহ, বলছেন নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
নির্বাচনকে ‘প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতেই’ সাদিকের মনোনয়ন সংগ্রহ, বলছেন নেতারা

বরিশাল: সিটি করপোরেশন নির্বাচনের পর সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও না পাওয়া বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটির সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।  

মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শহিদুল ইসলামের কাছ থেকে তার মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

 

সাদিকের পক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, সহ-সভাপতি ও সিটি করপোরেশনের কাউন্সিলর গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল, মহানগর আওয়ামী লীগের সদস্য ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন মনোনয়ন ফরম সংগ্রহ করেন।  

মনোনয়নপত্র সংগ্রহ শেষে গাজী নঈমুল হোসেন লিটু উপস্থিত সাংবাদিকদের বলেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। দেশে নির্বাচনের ডামাডোল বেজে উঠেছে। সেই নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে বরিশাল-৫ (সদর) আসনে সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ্র পক্ষে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করলাম।  

তিনি বলেন, গত এক যুগ ধরে বরিশালের প্রত্যন্ত অঞ্চলে ‍ঘুরে বেড়িয়েছেন সাদিক আব্দুল্লাহ, তিনি জনগণের কাছের মানুষ এবং আত্মার মানুষ হতে পেরেছেন। সেক্ষেত্রে নৌকা এবং সাদিক আব্দুল্লাহকে নিয়ে গ্যাপের সৃষ্টি হবে বলে মনে করি না। যারা সাদিক আব্দুল্লাহকে ভোট দেওয়ার দেবেন, যারা নৌকাকে ভালোবাসেন তারা সেখানে দেবেন। যারা সাদিক আব্দুল্লাহর প্রতি আস্থাশীল, যারা সাদিক আব্দুল্লাহর নেতৃত্বে দীর্ঘদিন কাজ করে আসেন, তারা তাকে ভোট দেবেন এটাই স্বাভাবিক।

বিএনপি-জামায়াত নির্বাচনের পথে না হেঁটে অগ্নিসন্ত্রাসে মেতেছে এবং নির্বাচনকে বর্জন ও প্রতিহত করার হুমকি দিয়ে চলছে জানিয়ে তিনি বলেন, দেশে প্রধান বিরোধীদল হিসেবে যারা দীর্ঘদিন বিবেচিত ছিল সেই বিএনপি নির্বাচনকে বর্জন করে জামায়াতকে সঙ্গে নিয়ে অগ্নিসন্ত্রাস এবং দেশের নির্বাচন প্রতিহত করার পাঁয়তারা চালাচ্ছে। নির্বাচনকে একটি প্রহসন হিসেবে বিশ্ব দরবারের উপস্থাপন করতে চাইছে।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন, নির্বাচন হতে হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, উৎসবমুখর এবং অংশগ্রহণমূলক। আর এই প্রত্যাশায় আমরা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে নিয়ে নির্বাচনে স্বতন্ত্রভাবে মোকাবিলা করবো।

নৌকার প্রার্থী ঘোষণার পরও স্বতন্ত্রভাবে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মনোনয়ন সংগ্রহের কারণ জানতে চাইলে তিনি বলেন, এটি নির্বাচনী বিষয়। তবে আপনারা শুনেছেন নিশ্চয়ই, দল থেকে মনোনয়ন ঘোষণা করা হলেও নেত্রী (শেখ হাসিনা) সুযোগ রেখেছেন, যারা স্থানীয়ভাবে জনপ্রিয়, স্থানীয়ভাবে কর্মীবান্ধব কিন্তু তারপরও মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তারা ইচ্ছে করলে স্বতন্ত্রভাবে নির্বাচন করতে পারবেন। আর এতে দলীয় কোনো বিধিনিষেধ নেই।

মহানগর আওয়ামী লীগের একাধিক নেতা সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মনোনয়নপত্র সংগ্রহ করলেন, এতে কোনো বিভেদ প্রকাশ পায় কি না জানতে চাইলে তিনি বলেন, মহানগর ও জেলা আওয়ামী লীগ যুগপৎভাবে ঐক্যবদ্ধভাবে রাজপথে ছিল, রাজপথে আছে।

ভোটে নৌকার ওপর প্রভাব পড়বে কিনা, সে বিষয়ে তিনি বলেন, এটা নৌকার প্রার্থী ও সমর্থকরা বলতে পারবেন, আর আমরা আমাদের প্রার্থী ও আমাদের মাঠের কথা বলতে পারবো।

দলের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হলে নৌকার ওপর কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নো কমেন্টস, অপেক্ষা করুন নির্বাচন পর্যন্ত। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিশাল-১ আসনের দলীয় প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর বড় ছেলে সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ২০১৮ সালে সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী হয়ে নির্বাচন করে জয়ী হন। তবে ২০২৩ সালে অনুষ্ঠিত নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়েও পাননি। তার স্থানে মনোনয়ন দেওয়া হয় তারই আপন ছোট চাচা আবুল খায়ের আব্দুল্লাহকে, যিনি নির্বাচিতও হয়েছেন। এরপর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় মনোনয়ন চান সাদিক। তবে সেটিও পাননি তিনি।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২৩
এমএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।