ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সিলেটে বাসে আগুন  

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪১, ডিসেম্বর ৭, ২০২৩
সিলেটে বাসে আগুন
 

সিলেট: বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ চলাকালে রাতে সিলেটে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

বুধবার (৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরের দক্ষিণ সুরমা কদমতলী বাস টার্মিনাল সংলগ্ন যমুনা সুপার মার্কেটের সামনে আন্তঃজেলা একটি বাসে আগুন লাগানো হয়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে যমুনা মার্কেটের সামনে বাসটি দাঁড় করিয়ে চালক ও হেলপার পাশের একটি রেস্তোরাঁয় নাস্তা করতে যান। এমন সময় কয়েকজন যুবক এসে বাসটিতে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
 
সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা বলেন, দুর্বৃত্তদের দেওয়া আগুনে বাসের সিট ও বডির অনেকটা পুড়ে গেছে।  এ ঘটনায় কেউ হতাহত হননি।

তিনি বলেন, অগ্নিসংযোগকারীদের কাউকে আটক করাও সম্ভব হয়নি। তবে দুর্বৃত্তদের ধরতে অভিযান চলছে।
 
বাংলাদেশ সময়: ০১৩৮ ঘন্টা, ডিসেম্বর ০৭, ২০২৩
এনইউ/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।