ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রিজভীকে দেখেও না দেখার ভান করছি: কাদের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
রিজভীকে দেখেও না দেখার ভান করছি: কাদের ফাইল ছবি

ঢাকা: বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ‘গুপ্ত মিছিল’ করছেন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রিজভীকে দেখেও না দেখার ভান করছি।

বুধবার ( ১৩ ডিসেম্বর) সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘কেউ কেউ আছে বিরোধী কণ্ঠ উচ্চারিত হোক দুই একটা, রিজভী নামক এই অনাবাসিক প্রতিনিধিরা, এই যে হঠাৎ হঠাৎ ১০/১২ জন নিয়ে এসে গুপ্ত মিছিল, ঝটিকা মিছিল করছে এর কোনো গুরুত্বও নেই, এর কোনো মূল্যও নেই। কাজেই অহেতুক, এখানে, অসুস্থ মানুষ, ওরে ব্যবস্থা নেওয়া দরকার, সেটা আমরা দেখেও না দেখার ভান করছি। ’

ট্রেনে নাশকতা নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ

ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরে ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘এটি নির্বাচনবিরোধী ষড়যন্ত্র, এ নাশকতার লক্ষ্যবস্তু হলো দেশের ৭ জানুয়ারির নির্বাচন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, নাশকতার মাধ্যমে এ নির্বাচনকে বানচাল করা। ’

নির্বাচন বানচালে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্র করছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আজ তারা গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। কিছু প্ল্যানও আছে তাদের। তারা চায় গুপ্ত হত্যা, গুপ্ত হামলা, বাসে-ট্রেনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি করতে। এসব অপকর্ম বিএনপি ও তাদের দোসররা করতে চায়। ’

বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের বিষয়ে আওয়ামী লীগ সতর্ক আছে জানিয়ে কাদের বলেন, ‘আমরা সতর্ক পাহারা আরও জোরদার করছি। আইন প্রয়োগকারী সংস্থার দায়িত্ব আছে, তারা তাদের দায়িত্ব পালন করবে। ’

বিএনপি-জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘বাসে-ট্রাকে আগুন দিয়ে, ট্রেনে নাশকতা করে, আগুন সন্ত্রাস করে তারা দেশে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়?’

এবারের নির্বাচনে গণতন্ত্র আরও পারফেক্ট হবে

ওবায়দুল কাদের আশা প্রকাশ করেন, ‘৭ জানুয়ারি বাংলাদেশে ব্যাপক ভোটারের উপস্থিতিতে ভালো একটি নির্বাচন হবে। তিনি বলেন, আমরা ক্রমেই গণতন্ত্রকে ত্রুটিমুক্ত করার পদক্ষেপ নিতে যাচ্ছি। এ নির্বাচনে গণতন্ত্র আরও পারফেক্ট হবে। ’

আগামী নির্বাচনে ভোট দিতে জনগণ উন্মুখ মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে সারাদেশে তারা যতই নাশকতা করুক, মানুষ কিন্তু নির্বাচনমুখী হয়েছে। মানুষ এখন নির্বাচনমুখী, মানুষ ভোট দিতে উন্মুখ। আজ গ্রামে-গঞ্জে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। ’

তিনি বলেন, ‘এ নির্বাচন আমাদের সফল করতে হবে। এ নির্বাচন শান্তিপূর্ণ করতে হবে এবং ব্যাপক ভোটারের উপস্থিতি নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে আমরা আমাদের পার্টি, আমাদের সমমনা দলগুলো সবাই আলাপ-আলোচনা করে যাচ্ছি। ’

যথাসময়ে নির্বাচন হবে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশে নির্বাচন প্রলম্বিত হবে, বিঘ্নিত হবে, তা আমরা হতে দেবো না। নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। আমাদের সাংবিধানিক ধারাবাহিকতা অক্ষুণ্ন রাখতে নির্বাচন করার বিকল্প অন্য কিছু আমাদের মাথায় নেই। নির্বাচনের মাধ্যমেই আমাদের জবাব দিতে হবে। ’

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২৩
এমইউএম/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।