ঢাকা, বুধবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

জাপা প্রার্থীর বাড়িতে পেট্রোল বোমা হামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০৮, ডিসেম্বর ১৪, ২০২৩
জাপা প্রার্থীর বাড়িতে পেট্রোল বোমা হামলা

রাজশাহী: রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের জাতীয় পার্টির মনোনীত প্রাথী আবুল হোসেনের বাড়িতে পেট্রোল বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ১১টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ভুবননগর এলাকায় তার গ্রামের বাড়িতে এই হামলার ঘটনা ঘটে।

জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক আবুল হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাতে দুর্বৃত্তরা এসে তার বাড়িতে পেট্রোল বোমা ছুড়ে মারে। তবে তিনি রাজশাহীতে শহরের বাসায় অবস্থান করছেন। সকালে তার গ্রামের বাড়িতে যাবেন। তবে রাতেই তিনি ঘটনাটি পুলিশকে জানিয়েছেন।

পেট্রোল বোমা হামলার ঘটনাটি দ্রুতই স্থানীয়রা দেখে ফেলায় বড় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। ঘটনার পর পরই আগুন নিভিয়ে ফেলেন স্থানীয়রা। এতে কেউ আহত হননি।

রাজশাহীর পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান জানান, তারা ঘটনাটি শুনেছেন। সঙ্গে সঙ্গে পুলিশও ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৩
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।