ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বরিশালের ৪ আসন থেকে প্রার্থী প্রত্যাহারের আবেদন জাকের পার্টির

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৭, ডিসেম্বর ১৭, ২০২৩
বরিশালের ৪ আসন থেকে প্রার্থী প্রত্যাহারের আবেদন জাকের পার্টির জাকের পার্টির লোগো

বরিশাল: মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে জেলার চারটি আসনে জাকের পার্টির প্রার্থীরা প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়েছে বলে জানান প্রার্থিতা প্রত্যাহারকারীরা।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন।

বরিশালে ছয়টি আসনের মধ্যে বরিশাল-২ উজিরপুর-বানারীপাড়া আসনে স্বপন মৃধা, বরিশাল-৩ মুলাদী-বাবুগঞ্জ আসনে মিজানুর রহমান বাচ্চু, বরিশাল-৫ সদর আসনে আবুল হোসাইন এবং বরিশাল-৬ বাকেরগঞ্জ আসনে হুমায়ূন কবির সিকদার তাদের প্রার্থিতা প্রত্যাহারের আবেদন করেন।

তারা জানান, শুরু থেকেই নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো পরিবেশ দেখছেন না তারা। অপরদিকে, বিশেষ একটি দলকে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ করতে চায় বলে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের সঙ্গে তারাও প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এমএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।