ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ওয়ার্কার্স পার্টির হয়ে লড়বেন ২৬ প্রার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
ওয়ার্কার্স পার্টির হয়ে লড়বেন ২৬ প্রার্থী

ঢাকা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ওয়ার্কার্স পার্টির ২৬ প্রার্থী ভোটের লড়াইয়ে অংশ নেবেন। সোমবার (১৮ ডিসেম্বর) ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় দপ্তর থেকে এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে দুজন, পার্টির নিজস্ব প্রতীক হাতুড়ি নিয়ে ২৪ জনসহ মোট ২৬ প্রার্থী ভোটের মাঠে লড়াইয়ে থাকছেন।  

জোটের প্রার্থী হিসেবে রাশেদ খান মেনন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) এবং ফজলে হোসেন বাদশা রাজশাহী- ২ (সদর) আসনে নৌকা প্রতীকে লড়বেন। বাকিরা দলের নিজস্ব প্রতীক হাতুড়ি নিয়ে ভোটে অংশ নেবেন।  

বাকি ২৪ প্রার্থীর মধ্যে রয়েছেন মুস্তফা লুৎফুল্লাহ সাতক্ষীরা- ১ (তালা- কলারোয়া), ইব্রাহীম খলিল নাটোর- ১ (লালপুর-বাগাতিপাড়া), শেখ হাফিজুর রহমান নড়াইল- ২ (লোহাগাড়া-নড়াইল), টিপু সুলতান বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী), জাকির হোসেন পাবনা-৫ (সদর), হাজি বশিরুল আলম কক্সবাজার-১ (চকোরিয়া-পেকুয়া), আব্দুল হক দিনাজপুর- ১ (বীরগঞ্জ-কাহারুল),  মুজিবর রহমান কুষ্টিয়া-১ (দৌলতপুর), করম আলী ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ), মিজানুর রহমান নাটোর-৩, গোলাম নওজব পাওয়ার চৌধুরী টাঙ্গাইল- ৭ (মির্জাপুর), নজরুল ইসলাম নড়াইল-১ (কালিয়া-নড়াইল), রফিকুল ইসলাম রবি ময়মনসিংহ-৫,  মো মাহবুবুল করিম টিপু লক্ষ্মীপুর-৩ (সদর), গোপাল চন্দ্র রায় ঠাকুরগাও-৩, জাকির হোসেন রাজু বরগুনা-২, আহসান উল্লা কুমিল্লা-৭, বকতিয়ার হোসেন শিশির রংপুর-৩, মো. কুদ্দুস মিয়া কুড়িগ্রাম-২, সাদাকাত হোসেন খান বাবুল সিরাজগঞ্জ-২,  শেখ সেলিম আখতার খুলনা (ডুমুরিয়া), তাপস কুমার ঘোষ মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর), মো. রেজাউল রশীদ খান সিরাজগঞ্জ-৬ (শাহাজাহাদপুর) ও মোহাম্মদ বকুল হুসেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর)।

বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২৩
আরকেআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।