ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

ঢাকা: আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে জাতীয় পার্টি। দলের মহাসচিব মুজিবুল হক চুন্নুকে আহ্বায়ক ও প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহিরকে সদস্য সচিব করে ১৪ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাতীয় পার্টি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে পার্টির মনোনীত প্রার্থীদের নির্বাচন পরিচালনা কমিটির নিম্নোক্ত নেতৃবৃন্দের সঙ্গে নির্বাচন সংক্রান্ত সকল বিষয়ে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

কমিটির সদস্যরা হলেন আহ্বায়ক—মো. মুজিবুল হক চুন্নু, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, সদস্য মো. খলিলুর রহমান খলিল, গোলাম মোহাম্মদ রাজু, মো. বেলাল হোসেন, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, মো. হেলাল উদ্দিন, হুমায়ুন খান, এবিএম লিয়াকত হোসেন চাকলাদার, মো. আনোয়ার হোসেন তোতা, সুমন আশরাফ, মিজানুর রহমান মিরু, মাহমুদ আলম ও আশরাফুল ইসলাম খান।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২৩
এসএমএকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।