ঢাকা, সোমবার, ৫ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

রাজনীতি

শুক্র ও শনিবার গণসংযোগ-লিফলেট বিতরণ করবে বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
শুক্র ও শনিবার গণসংযোগ-লিফলেট বিতরণ করবে বিএনপি

ঢাকা: এক দফা আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার ও আগামী শনিবার দুই দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভার্চ্যুয়ালি এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, আওয়ামী সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে; নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আগামীকাল ২৯ ডিসেম্বর (শুক্রবার) ও ৩০ ডিসেম্বর (শনিবার) গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হবে।

বিএনপির পূর্বঘোষিত তিন দিনের কর্মসূচির আজ শেষ দিন বলেও জানান দলের জ্যেষ্ঠ এ নেতা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
ইএসএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।