ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকা-৫ আসন মোল্লা পরিবারের কাছে ফেরত যাবে, নাকি নতুন মুখ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
ঢাকা-৫ আসন মোল্লা পরিবারের কাছে ফেরত যাবে, নাকি নতুন মুখ

ঢাকা: জাতীয় সংসদের ১৭৮ নম্বর আসন। রাজধানীর দক্ষিণ পূর্ব কোনো অবস্থিত প্রায় ৫ লাখ ভোটারের এই আসনে ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে শক্তভাবে লড়তে হবে আরও দুই সরকার সমর্থক নেতা তথা স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে।

 

এই দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে একজন সাবেক চারবারের সংসদ সদস্য প্রয়াত হাবিবুর রহমান মোল্লার ছেলে। অপরজন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি।

এ কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যাত্রাবাড়ী-ডেমরা এলাকা নিয়ে গঠিত ঢাকা-৫ আসনে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে বলে মনে করছেন ভোটাররা। এখন দেখার বিষয় এবার এই আসন চার বারের প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা পরিবারের হাতে ফেরত যাবে নাকি নতুন জনপ্রতিনিধি পাবে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে রোববার রাত পর্যন্ত ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯, ৫০, ৬০, ৬১, ৬২, ৬৩, ৬৪, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এই আসনে মোট ভোট কেন্দ্র ১৮৭ টি। রয়েছে এক হাজার ৮৯টি ভোট কক্ষ। এই আসনে পুরুষ ভোটার দুই লাখ ৫১ হাজার ৫১৭ জন। আর নারী ভোটার দুই লাখ ৩৯ হাজার ২৪৪ জন। তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন তিন জন। সব মিলিয়ে ভোটার সংখ্যা মোট চার লাখ ৯০ হাজার ৭৬৪ জন।

১৩ জন প্রার্থীর মধ্যে আলোচনায় রয়েছেন কেবল সরকারি দলের তিন জন। তারা হলেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী হারুনর রশীদ মুন্না। দলের মনোনয়ন বঞ্চিত অপর দুই স্বতন্ত্র প্রার্থী হলেন, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ট্রাক প্রতীকের প্রার্থী মশিউর রহমান মোল্লা সজল এবং ঈগল প্রতীক নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন।

এই অঞ্চলে ১৯৯৬ সাল থেকে (২০০১ সাল ব্যতীত) আওয়ামী লীগের টিকিটে চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন প্রয়াত সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা। তিনি ২০২০ সালে ৫ মে মৃত্যুর পর এই আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মনিরুল ইসলাম মনু। তবে এবার তিনি মনোনয়ন পাননি।   

হাবিবুর রহমান মোল্লার ছেলে মশিউর মোল্লা সজল জানান, যারা প্রার্থী আছেন তাদের চেয়ে বেশি আশাবাদী বিপুল ভোটে বিজয়ী হবো। ট্রাকের পক্ষে জনজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনকে উৎসবমুখর করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া দায়িত্ব পালন করছি। আমার বাবর মৃত্যুর পর গত তিন বছর মানুষ উপলব্ধি করলো তারা আবারও মোল্লা পরিবারের কাছে ফিরে যেতে চায়।

তবে হারুনর রশীদ মুন্না জানান, আওয়ামী লীগ বিহীন আমরা জিরো। আপনারা (স্বতন্ত্র দুই প্রার্থী) মনে করেন আওয়ামী লীগবিহীন আপনারা হিরো। আপনাদের অভিনন্দন জানাচ্ছি ৭তারিখের নির্বাচনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করেন। নিজের অবস্থান বোঝেন নৌকাবিহীন কী হয়। তারপরেও আপনারা যদি জিতে যান তখন আপনাদের অভিনন্দন শুভেচ্ছা জানাবো।

অপরদিকে কামরুল হাসান রিপন জানান, মানুষ আমাকে পাশে পায়। বয়সে তরুণ হলেও এ কারণে মানুষ আমাকে বেছে নেবে বলে আমার বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১১৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২৪
ইএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।