ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৪, জানুয়ারি ৯, ২০২৪
ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল শুরু

ঢাকা: একতরফা প্রহসনের ডামি নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হয়েছে।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা ১০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বিক্ষোভ মিছিলের আগের সমাবেশ শুরু হয়েছে।

 

বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ।

সমাবেশে বক্তারা বলেন, সরকার যে নির্বাচন করেছে এটা কোনো নির্বাচন নয়। এই প্রহসনের নির্বাচন আমরা মানি না। জনগণ এই নির্বাচন মানে না। অতি দ্রুত সরকারকে এ নির্বাচন বাতিল করে জাতীয় সরকারের অধীনে আরেকটি নির্বাচন করতে হবে।

বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

বিক্ষোভ মিছিলের আগের সমাবেশে দলটির কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২৪
ইএসএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।