ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘আ.লীগ অপরাজেয় শক্তির নাম’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
‘আ.লীগ অপরাজেয় শক্তির নাম’

রাঙামাটি: ‘আওয়ামী লীগ অপরাজেয় শক্তির নাম’। সব ভয়ভীতি উপেক্ষা করে আওয়ামী লীগের কর্মীরা কাজ করেন বলে মন্তব্য করেছেন রাঙামাটি জেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার।

 

রোববার (২৩ জুন) সকালে পৌরসভা প্রাঙ্গণে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দীপংকর তালুকদার বলেন, বাংলাদেশের উন্নয়নকে ধ্বংস করতে ষড়যন্ত্র চলছে। পুরো দেশে এ ষড়যন্ত্রে অব্যাহত রয়েছে। তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। আমাদের নেতাদের বেছে বেছে হত্যা করা হচ্ছে। সাহসিকতার সঙ্গে আমরা এসব সন্ত্রাসীদের মোকাবিলা করছি। আওয়ামী লীগ সাধারণ মানুষের পাশে থাকবে। যতদিন সাধারণ মানুষ আওয়ামী লীগের সঙ্গে আছে ততদিন আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না।  

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বরের সঞ্চালনায় উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুর রশীদ, সনদ কুমার বড়ুয়া, সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, হাবিবুর রহমানসহ সংগঠনটির জেলা-উপজেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।

এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জ্বরতী তঞ্চঙ্গ্যা, জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরীসহ আওয়ামী লীগের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার পর দলের প্রবীণ নেতাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট এবং কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুন ২৩, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।