ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রাঙামাটিতে যুব ও ছাত্রদলের ২ নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৭ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
রাঙামাটিতে যুব ও ছাত্রদলের ২ নেতা আটক

রাঙামাটি: রাঙামাটির পরিস্থিতি শান্ত থাকায় গতকাল সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ শিথিল করেছে জেলা প্রশাসক। কারফিউ শিথিল হওয়ার পর থেকে জেলার পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান খুলে দেওয়ায় জনমনে ফিরেছে স্বস্তি।  

বুধবার (২৪ জুলাই) থেকে সরকারি আদেশে অফিস-আদালত খোলায় জেলার অফিসপাড়াগুলো ব্যস্ত সময় পার করছে।

এদিকে নাশকতা করতে পারে এমন সন্দেহে গতকাল পুলিশ অভিযান চালিয়ে রাঙামাটি শহর থেকে জেলা যুবদলের উপ-দপ্তর সম্পাদক মো. সবুজ এবং জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. খোরশেদ আলমকে আটক করেছে।

জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, বর্তমানে জেলার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কারফিউ এখনো বহাল থাকলেও তা শিথিল রয়েছে। তবে জটিল পরিস্থিতি সৃষ্টি হলে কারফিউ শিথিল তুলে দেওয়া হবে। এসময় তিনি স্থানীয় জনগণকে শান্ত থাকার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।